বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রতনপুর, কান্দিগাঁও এবং কুরুগাঁও গ্রামবাসীর উদ্যোগে ‘রতনপুর রওযাতুল উলুম মহিলা মাদ্রাসা’-এর ভিত্তিপ্রস্থর স্থাপন ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩০এপ্রিল) বিকেলে নবনির্মিত এ মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন কাজ মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া
গহরপুর এর শায়খুল হাদিস আল্লামা সা’দ উদ্দিন ভাদেশ্বরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতন রওযাতুল উলুম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুকিত।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য সুহেল বারীর পরিচালনায় ভিত্তিস্থাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামিয়া গহরপুর এর শিক্ষাসচিব হাফিজ মুফতি আনোয়ার হুসাইন শরীয়ত পুরী, হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা নু’মানুল হক চৌধরী, রতন রওযাতুল উলুম মহিলা
মাদ্রাসা’র ভুমিদাতা আব্দুল হান্নান ও আব্দুর নূর, গহরপুর জামিয়ার শিক্ষক মাওলানা সালেহ আহমদ আনোয়ার পুরী, হাফিজ শামছুল ইসলাম রতনপুরী, মাওলানা আব্দুল কাইয়ূম হাজীপুরী, মাওলানা মুজিবুর রহমান সারিঘাটী, মাওলানা নজরুল ইসলাম, মুফতি আব্দুলাহ্, হাফিজ. মাওলার আতিকুর রহমান, হাফিজ মুফতি সালেহ আহমদ মক্বী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আব্দুস সালাম, মুফতি আব্দুল কুদ্দুস, মাওলানা আলী হুসাইন, মাওলানা হুসাইন আহমদ ইসলা, মাওলানা আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য মাওলানা আজমান আলী, প্রবীন মুরব্বি মনোওর খান, ছুরাব আলী, হারুন মিয়া, মাষ্টার মিজানুর রহমান পংকি, মো. মিনার মিয়া, মো. তারা মিয়া, মুজিবুর রহমান, প্রবাসী ছইল মিয়া, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, এসএম হেলাল প্রমূখ ব্যক্তিবর্গসহ উক্ত মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, রতনপুর রওযাতুল উলুম মহিলা মাদ্রাসা বেসরকারি কওমি দ্বীনি প্রতিষ্ঠান। মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে আগামী ১৯মে ভর্তি শুরু হবে। দ্বীনের শিক্ষা প্রসারের জন্য উক্ত মাদ্রাসা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেশ-বিদেশের সকল ধর্মপ্রান মুসলমানদের দু’আ ও সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে।