তিনি গত শনিবার (০৮ মে) দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী দুই সহোদর, বিশিষ্ট সমাজকর্মী আজির উদ্দিন আবদাল মিয়া এবং মো. আজাদ মিয়ার উদ্যোগে স্থানীয় ৪শ’টি অস্বচ্ছল, সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি-লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মো. আজাদ মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মতিন রহমান, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা ছিদ্দিকুর রহমান, সমাজকর্মী শাহ আলম, মাওলানা আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত ৪শটি পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি-লুঙ্গি এবং নগদ অনুদান প্রদান করা হয়।