শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশে জনবল সংকোচন নীতি অপরাধ দমনে প্রভাব ফেলছে : মেয়র জন বিগস



পুলিশের সংখ্যা সম্পর্কে লণ্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসিডা ডিকের বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস। উল্লেখ্য কমিশনার ক্রেসিডা ডিক মন্তব্য করেছেন যে, পুলিশের সংখ্যা কমার সাথে অপরাধ বাড়ার কোনো সম্পর্ক নেই এই মনোভাবটি একেবারেই শিশুসুলভ।তার মতে লন্ডনের অপরাধ বাড়ার পিছনে পুলিশের সংখ্যা কমার সম্পর্ক রয়েছে। ক্রেসিডা ৫ জুন হাউজ অব কমন্সের হোম এফেয়ার্স সিলেক্ট কমিটির সামনে বক্তব্যদানকালে এ মন্তব্য করেন। এর আগে সাবেক হোম সেক্রেটারি এমবার রুড বলেছেন পুলিশের সংখ্যা কমানোর কারণে লন্ডনের অপরাধ বৃদ্ধি পেয়েছে এর কোনো প্রমাণ নেই। এব্যাপারে এক বিবৃতিতে মেয়র জন বিগস বলেছেন পুলিশের সংখ্যা কমার কারণে অপরাধ দমনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে এবং টোরি সরকার এই বাস্তবতাকে ক্রমাগতভাবে অস্বীকার করে চলেছে। কমিশনার ক্রেসিডার বক্তব্যে প্রকৃত বাস্তবতা ফুটে উঠেছে ।

মেয়র বলেন টাওয়ার হ্যামলেটসে আমরা পুলিশের সাথে গভীরভাবে কাজ করে চলেছি এই গেপ কাটিয়ে ওঠার জন্য। কাউন্সিলর অর্থে ৩৯ জন নতুন পুলিশ অফিসার নিয়োগের পাশাপাশি অপরাধ দমনে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু আমাদের পক্ষে প্রত্যেকটি শূন্যপদ পূরণ করা সম্ভব নয়। ডেপুটি মেয়র এবং কমিউনিটি সেফটি বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার আসমা বেগম বলেছেন, পুলিশের সংখ্যা কমানো নেতিবাচক প্রভাবের বিষয়ে আমরা সরকারকে বারবার সতর্ক করেছি। এখন পুলিশের কমিশনার ও একই সতর্কবাণী উচ্চারণ করেছেন। সরকারের উচিত এসব বিষয় আমলে নিয়ে পুলিশের জন্য বরাদ্দ বাড়ানো।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!