লন্ডন প্রতিনিধি: রমজানের শেষ মুহুর্তে বেশ চমক দেখিয়ে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য বিএনপি। আজ ১০ জুন রবিবার পূর্ব লন্ডনের দি রয়্যাল রেজেন্সী হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে তিনি লন্ডনে এসে পৌঁছেছেন।
তিনি ব্যাংককে চার দিন চিকিৎসা শেষে শুক্রবার লন্ডনে পৌছান। সেখানে রবিবার যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলাম অংশ নিবেন। এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইফতারে কারাগারে গুরুতর অসুস্থ বিএনপিচেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হবে। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল তার সঙ্গে এই প্রথম একত্রিত হয়েছেন।
তারা দলের পুনর্গঠন, সাংগঠনিক কর্মকান্ড, নির্বাচন, বেগম জিয়ার মুক্তি এবং আসন্ন আন্দোলন সংগ্রামের কর্মপন্থা নিয়ে আলোচনা করছেন। ফলে এনিয়ে দলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।