লন্ডন প্রতিনিধি: ব্রিটিশ নারীদের ভোটাদিকার প্রাপ্তির ১০০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে রবিবার। বিভিন্ন নারী সংগঠনের সদস্যদের লন্ডন, বেলফাস্ট, কার্ডিফ এবং এডিনবরাতে নানান রং এর কাপড় পড়ে রাস্তায় মার্চ করতে দেখা গেছে। এতে শতাদিক নারী শিল্পীরা ও অংশ নিয়েছেন।
শুধু লন্ডনে প্রায় ১০ হাজার নারীদের একত্রিত হয়ে মার্চ করতে দেখা গেছে। যেখানে অনেক নারী এমপির ও উপস্থিতি ছিল। এত বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি দেখে অনেকেই স্যোশাল মিডিয়ায় বলছেন লন্ডন আজ নারীদের দখলে। মিছিলে ভোটাধিকার প্রাপ্তির পর এখন নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার দাবী জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯১৮ সালে এক ঘোষণার মাধ্যমে শুধু ৩০ বছরের বেশি বয়স নারীদের ভোটাধিকার দেয়া হয় এদের মধ্যে যাদের সম্পত্তি রয়েছে তাদের। এর পর আস্তা আস্তে এই আইনের ব্যাপক পরিবর্তন হয়। যা এখন ১৮ বছর বয়সী যেকোন নারী ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।