ওসমানীনগরে শাহ ইসহাক (রহঃ) টাস্ট্রের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ জুন সোমবার ওসমানীনগর উপজেলার শাহ ইসহাক (রহঃ) ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ’কের উদ্যোগে ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা শাহ আমিনুল ইসলাম ও অন্যান্য ট্রাস্টিদের পক্ষ থেকে গলমুকাপন পীর বাড়িতে এলাকার গরীব ও দুঃস্থদের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ পরিচালক মাওলানা শাহ আরিফ রব্বানী, মদিনাতুল উলুম বড় হাজীপুর মহিলা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা শাহ মাহবুব আলম, মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা লুৎফুর রহমান জুনাইদ, মাজগাঁও মসজিদের ইমাম মাওলানা রশিদ আলীসহ অন্যান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানে এবারও ৪শ ৩০টি দরিদ্র পরিবারকে সামগ্রী প্রদান করা হয়।