মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে লণ্ডনের ‘কাউন্টি লাইন’ গ্যাং চক্রকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ। এর অংশ হিসেবে লণ্ডন ও এর আশাপাশের শহর গুলিতে মেট পুলিশের নেতৃত্বে ব্যাপক অভিযান চালানো হয়। এতে দেখা গেছে গত কয়েকদিনের অভিযানে বিভিন্ন জায়গা থেকে ৭জনকে আটক করেছে পুলিশ। অভিযানে অংশ নেয় ৮০ জনের বেশি বিশেষ পুলিশ ইউনিট।
আটককৃতদের মধ্যে তিনজনকে লণ্ডন থেকে, তিন জনকে ইপ্সুইচ, সাপোক থেকে এবং একজনকে এসেক্স থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৫জন পুরুষ ও ২ জন মহিলা। যাদের বয়স ১৯ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের কাছে এ ক্লাস ড্রাগ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের বাড়ীঘরে তল্লাশী ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই মোবাইলের মাধ্যমে তারা কাউন্টি লাইন নামক ড্রাগ ডিলিং করে আসছিল। পুলিশ বলছে এই চক্র লণ্ডন থেকে সারা দেশে কাউন্টি লাইন নাম দিয়ে মাদাক পাচার করে আসছিল।