বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন অগ্রগতি স্থবির হয়ে পড়েছে। দেশের উন্নতির চেষ্টা না করে সরকার বিএনপির নেতাকর্মীদের গুম ও মামলা, হামলার মাধ্যমে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বর্তমান এই দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।
তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং এম. ইলিয়াস আলীর সন্ধান দাবি করে বলেন, সরকার বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানিমূলক মামলায় জেলে রাখা হয়েছে। সিলেটের জনপ্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
শফি চৌধুরী (২ জুলাই) সোমবার দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার এবং দেওয়ান বাজার ইউনিয়নের রতনপুর গ্রামে জেলা ছাত্রদলের সহ সভাপতি আবুল কালামের বাড়ীতে দলীয় নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
রতনপুর গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাদি।
আজিজপুর বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি’র নেতা মো. রফি উল্লাহ এবং পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল।
এসব মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, বালাগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আমিরুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আনহারুর রহমান, সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক শেখ সুহেল আহমদ বকুল, শ্রম বিষয়ক সম্পাদক বাবরু মিয়া, উপজেলা বিএনপি নেতা মো. আলকাছ আলী, আব্দুল কুদ্দুস, দক্ষিণ সুরমা উপজেলা প্রজন্ম দলের সভাপতি শফি খান, উপজেলা যুবদলের সমন্বয় কমিটির সদস্য এনামুল হক মকদ্দছ, রেজাউল ইসলাম, মাহবুবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার প্রথম যুগ্ম আহবায়ক ইজলালুর রহমান ইজলাল, যুবদল নেতা নুনু মিয়া, আলিম উদ্দিন, আব্দুল আহাদ, সুমিম আহমদ, আব্দুল মুমিন, বাবুল মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. আবুল কালাম, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ সভাপতি পুলক দাস দুরন্ত, মনছুর আহমদ, শুভ লস্কর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন শহিদ, মো. লায়েক আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জায়েদ, ছাত্রদল নেতা সালমান আহমদ, আবু বকর জাকারিয়া, সাহিদুল ইসলাম, ফুজায়েল খান সাজু, নোমান লস্কর, জাহেদ আহমদ, জামিল আহমদ, ফখরুল ইসলাম, রফিকুল ইসলাম, ছালেহ আহমদ, আজিজুর রহমান, ফয়ছল আহমদ, শিপু আহমদ, আরিফ আহমদ, শাওন আহমদ, রায়হান আহমদ, রিপন আহমদ, আতিকুর রহমান লিটন, মেহেদি হাসান, শাহরিয়ার আহমদ খালেদ, মাজেদুল ইসলাম দুলু, সুরমান আলী, কামরুল ইসলাম প্রমুখ।
শফি আহমদ চৌধুরী এর আগে দুপুরে প্রখ্যাত বুযুর্গ আল্লামা নুর উদ্দিন আহমদ গহপুরী (রহ.)’র মাজার জিয়ারত করে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়না গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু’র সাথে মতবিনিময় করেন।
পরে দেওয়ানবাজার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদ্য প্রয়াত বিএনপির নেতা শিওর খাল গ্রামের আমির খানের বাড়ীতে গিয়ে মরহুমের পরিবারের সদস্যদের সাথে কুশলবিনিময় করে তাদের খুঁজখবর নেন।
বিকেলে স্থানীয় আজিজপুর বাজারে মতবিনিময় শেষে শফি আহমদ চৌধুরী স্থানীয় অসহায় বন্যার্তদের মধ্যে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।