যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলাবাসীর উদ্যোগে জটিল রোগে আক্রান্ত ওসমানীনগর প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক এম এফ আলী ফয়েজের চিকিৎসার্থে তহবিল সংগ্রহে মঙ্গলবার সন্ধ্যায় লণ্ডনের ব্রিকলেনে এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়।
প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর সমিতির সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম এবং এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু’র যৌথ পরিচালনায় উক্ত চ্যারিটি ডিনারের ডিনার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি জনাব রবিন পাল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সমিতির সভাপতি নেসার আলী সমসু, আলহাজ্ব কবির উদ্দিন, আজাদ বক্ত চৌধুরী, আনহার মিয়া, এম এ গফুর, মাসুদ আহমদ, গোলাম কিবরিয়া, মশিউর রহমান মসনু, সাদ মিয়া, শাহ শামীম আহমদ, গোলাম রব্বানী, তাজির উদ্দিন মান্নান, নূর মনি, আব্দুল কুদ্দুস শেখ, আনসার মিয়া, শাহ মুনিম, আহমদ ফখর কামাল, আবুবকর সিদ্দিক, শেখ নূরুল ইসলাম জিতু, সাজ্জাদ মিয়া, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, আব্দুল কুদ্দুস মধু, এম এ হান্নান, আবুল কাসেম, ডাঃ গিয়াস উদ্দিন আহমদ, ফয়জুর রহমান ফয়েজ, বাবুল খান, সারজন খান, রুহুল আমিন দোলন, মাওলানা আনহার মিয়া, আবুল কালাম আজাদ, ফয়জুল ইসলাম, মনির মিয়া প্রমুখ।
যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগরের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সভায় পবিত্র কোরান তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সানুর মিয়া। উল্লেখ্য, চ্যারিটি ডিনার থেকে অসুস্থ সাংবাদিক ফয়েজের চিকিৎসার্থে নগদ অর্থ সংগ্রহ করা হয় এবং তাঁর সু-চিকিৎসার জন্য সর্ব সাধারণের কাছে সাহায্যের আবেদন করা হয়।