সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ও বর্তমানদের পুনর্মিলনী



ছামি হায়দার।। বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যােগে সাবেক ও বর্তমানদের এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুনেদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএম ফারহান সাদিকের সঞ্চালনায় পুর্নমিলনী অনুষ্ঠানে উদ্বোধক ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল ইসলাম শাহ, সাধারন সম্পাদক নাসির উদ্দীন রতন, মীর শাখাওয়াত হোসেন তরু, কমিউনিটি নেতা জুনেদ আহমদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মুহিব উদ্দীন বাদল, শাহ মুজিবুর রহমান জকন, জায়েদ ইকবাল সুনাম, আব্দুল মতিন, এবি এম কিবরিয়া ময়নুল, নুরুল হোসেন খোকন, মামুন আহমেদ নেওয়াজ, আব্দুল আউয়াল কয়েস, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, মাশার আহমেদ শাহ মাহবুবুল ইসলাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলম বুলবুল, আব্দুল হামিদ, মুর্শেদ আলম মান্না, আশরাফুল হক এমাদ, ফয়ছল আহমদ, দক্ষিন সুরমা ছাত্রলীগের নেতা ছদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের নেতা, সাইফুর রহমান চৌধুরী, মনিরুল ইসলাম মুন্না, এমন আহমদ, রুবেল আহমদ, খালেদ আহমদ, শেকুল ইসলাম শান্ত, দেবব্রত পাল, ইমরান খান রুবেল, রুপক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মালিক। সভার পূর্বে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। সভা শেষে অতিথি ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সবশেষে উপজেলা ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত ‘তারুণ্যের ঠিকানা’ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!