বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বালাগঞ্জ উপজেলা হলরুমে বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবদাল মিয়া, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জালাল উদ্দিন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও: আলী আসগর, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফজির আলী, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, জিল্লুর রহমান জিলু, তারেক আহমদ প্রমুখ। সভায় উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!