‘আমি গভীরভাবে লজ্জিত। আমি নিজের পক্ষে কোন সাফাই দেবো না। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে আমি প্রফেশনাল পরামর্শ গ্রহণ করবো।’ – শিল্প-বিষয়ক দায়িত্বশীল টোরি মন্ত্রী এন্ড্রু গ্রিফিথ তাঁর পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন।
যৌন কেলেঙ্কারির অভিযোগে এ বৃটিশ মন্ত্রী গত ১৪ জুলাই পদত্যাগ করেছেন। দুজন বার পরিচারিকাকে হাজার হাজার রগরগে যৌন-বার্তা পাঠানোর অভিযোগ ওঠার পরই পদত্যাগ করেন তিনি। প্রেরিত বার্তায় ওই দু নারীর কাছে রগরগে ছবি ও ভিডিও চেয়েছিলেন বলে খবর দিয়েছে বৃটিশ দৈনিক গার্ডিয়ান। সানডে মিরর, দ্য সান ও দ্য টেলিগ্রাফেসহ অনেক বৃটিশ পত্রিকায় এ বের হয়েছে।
পদত্যাগী মন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিত বিবাহিত। এপ্রিলে এক সন্তানের বাবা হয়েছেন তিনি। জানা গেছে, অ্যান্ড্রু গ্রিফিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বারের ওই দুজন পরিচারিকার সঙ্গে পরিচিত হন। এরপর তাঁদের সঙ্গে রগরগে আলোচনা শুরু করেন। তিনি পরিচারিকা ইমোজেন ট্রিহার্নি (২৮) ও তাঁর সহযোগীকে ৭০০ পাউন্ড পাঠান। তিনি তাঁদের একটি ফ্ল্যাট ভাড়া নিতে বলেন, যেখানে তাঁরা যৌন-ফুর্তি করবেন। তাঁদের অনেক ভালো ভালো উপহার দিবেন বলেও অঙ্গীকার প্রদান করেন।