বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কাব্যগ্রন্থটি গত ২২ জুন ২০১৮ইং তারিখে অ্যামাজনে প্রকাশ পায়

চল চলন্তিকা : মোহাম্মদ ইকবাল হোসেন রসিক



সাইদ আজমল জয় : মোহাম্মদ ইকবাল হোসেন রসিক  রচিত ‘চল চলন্তিকা’ বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন। পুরো কাব্য গ্রন্থটি ১০০টি কবিতার সমম্বয়ে রচিত একটি  কবিতা। সম্পূর্ণ, পরিপূর্ণ ও স্পন্দনশীল  কাব্যগ্রন্থ ‘চল চলন্তিকা’ যেন প্রকৃতির অনন্য ও অসাধারণ ধারাকে তার প্রতিটি কবিতার মাঝে প্রস্ফুটিত করেছে। ১ থেকে ১০০ স্তবকে সাজানো প্রতিটি কবিতা যেন কাব্য গ্রন্থের কবিতার ধারাকে প্রবাহমান রেখে কাব্যগ্রন্থটিকে পরিপূর্ণ করেছে। প্রতিটি কবিতার ধারাবাহিকতা যেন প্রবাহমান জীবনের প্রবাহকে নতুন নতুন ভাবে সুন্দর, নান্দনিক ও সুশোভিত রূপে রূপায়ন করেছে। কবিতার ধারা আর আমাদের জীবনের ধারা যেন এক হয়ে মন্ত্র মুগ্ধসেতু বন্ধনে কাব্য গ্রন্থটিকে পূর্ণ করেছে। প্রতিটি কবিতাকবিতার পরিপূর্ণ সুধা  পানের জন্য পাঠকবৃন্দের কাছে ফুটে উঠেছে। অনাড়ম্বর আঙ্গিকে সাজানো কাব্য গ্রন্থটি সুরেলা সবুজ সাজ সজ্জা নিয়ে ২২ জুন ২০১৮ইং তারিখে নিজস্ব ঢং-য়ে অ্যামাজনে প্রকাশ পায়, যা কেবল সাধারণ পাঠকের হৃদয় ছোঁয়ার জন্য ভাব জমাতে সহায়তা করে না, বরং ভাবুক মনে স্পন্দন জাগাতে চিন্তাশীল ব্যক্তিদেরও সহায়তা করে এবং সাহিত্য চর্চার এক  অনন্য উপকরণ হিসাবে নিজস্ব স্থানে নিজেকে স্থান করে নিয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!