পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন সিলেটের সাংবাদিকরা। বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার এলাকায় এ মানববন্ধনে সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তারা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও আমলে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর সাইন্সল্যাব এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের হামলার শিকার হন বেশ কিছু গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় তাদের ক্যামেরা ভেঙ্গে ফেলা হয় এবং গাড়িতেও ভাংচুর চালানো হয়।