শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন



নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কালো ব্যাজ ধারণ, মিলাদ মাহফিল, আলোচনাসভা ও গণভোজের আয়োজন করা হয়।

সকালে নোয়াখালী জেলা শহরের শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। পরে একে একে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের  কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।

আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফ, নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ্যডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, নোয়াখালীর সিভিল সার্জন ডা. বিধান চন্দ্র সেন গুপ্ত, আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন লাতু প্রমুখ।

এদিকে, নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ জেলা দুই শতাধিক স্থানে সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ২০৭টি গরু দিয়ে সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় চার লক্ষাধিক লোকের গণভোজের আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থানে মাইকে দিনভর কোরানখানি, আবৃত্তি, বঙ্গবন্ধুর ৭ই  মার্চের ভাষণসহ বিভিন্ন অডিও ভিডিও প্রদর্শন করা হয়।

এ ছাড়া হাতিয়া, বেগমগঞ্জ, চাটখিল, সেনবাগ এবং সোনাইমুড়ি উপজেলায় বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল, আলোচনাসভা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!