শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিদ্বন্দ্বী ‘ঘর প্যানেল’র পক্ষ থেকে ৪০৭২ জন ও ‘সান ফ্লাওয়ার’র পক্ষ থেকে ২৯৪১ জন ভোটারের আবেদন পত্র জমা

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন



প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৮ আগামী ১৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৩ই আগস্ট সোমবার ছিলো ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিন। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল’র মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্যোগে প্রায় সাত হাজারেরও অধিক সংখ্যক ভোটার রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। কমিশন সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী ‘ঘর প্যানেল’র পক্ষ থেকে ৪০৭২ জন ও ‘সান ফ্লাওয়ার’র পক্ষ থেকে ২৯৪১ এবং ব্যাক্তি উদ্যোগে আরও প্রায় শতাধিক ভোটার রেজিস্ট্রেশনের জন্য আবেদন পত্র জমা দেন। 

পূর্ব লন্ডনের ব্রিকলেনে অনুষ্ঠিত ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় অংশ নিতে আসা প্রবাসী বালাগঞ্জ ও ওসমানীনগরবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে নির্বাচন কমিশনের চেয়ারম্যান জনাব শাহ মুনিম আসন্ন নির্বাচনকে সুন্দর, সফল ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় সভামঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সেক্রেটারি জনাব ছুরুক মিয়া, ট্রেজারার জামাল আহমদ খান, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমতির সভাপতি নেসার আলী সমসু, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম ও এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘর প্যানেল’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আজাদ বক্ত চৌধুরী, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, সানফ্লাওয়ার প্যানেল’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব মল্লিক, সাধারণ সম্পাদক ছহুল এ মুনিম।

এছাড়ও প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমতি ও এডুকেশন ট্রাস্টের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন – সর্বজনাব আলহাজ্ব কবির উদ্দিন, আনহার মিয়া, মসিউর রহমান মসনু, গোলাম কিবরিয়া, মাসুদ আহমদ, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, আলহাজ্ব খালিছ মিয়া, শামসুল আবেদিন নেসাওর, আনসারুল হক, সাদ মিয়া, সেলিম চৌধুরী, শেখ আব্দুল কুদ্দুস, সফিক উল্লাহ মিছলু, এম এ কুদ্দুস, নাজমুল ইসলাম, আজাদুর রহমান আজাদ, শেখ মজাহিদ আলী, বদরুজ্জামান চৌধুরী, সারওয়ার জাহান, আব্দুল মজিদ সিরাজ, বাবুল খান, ফয়জুর রহমান ফয়েজ, মোস্তাফিজুর রহমান বেলাল, আওলাদ আলী, সাহেল তপাদার, ফয়জুল ইসলাম, আব্দুল আলীম, নুরুজ্জামান, আজম আলী, আব্দুল মনির, মতাহির আলী সুহেল প্রমুখ।

উল্লেখ্য, ভোটার রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়ার মাধ্যমে সমিতির ফান্ডে প্রায় ২৮ হাজার পাউন্ড জমা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!