জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় বালাগঞ্জের মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে।
১৫ আগস্ট (বুধবার) বেলা ১২ঘটিকায় মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াকিল আহমদ ও অপুর্ব দাশের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ল কলেজের অধ্যাপক এডভোকেট শোয়েব আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহির আলী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের ইউ/পি সদস্য আব্দুল কাইয়ুম, ইউ/পি সদস্য সপন কান্তি দাশ সপু, ইউ/পি সদস্য ফরমান আলী, সাবেক ইউ/পি সদস্য মখলিছ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মিসবাউজ্জামান আজমান, আফতার আলী, আওলাদ মিয়া, শাইস্তা মিয়া, মৈশাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস শহীদ, শিক্ষক আব্দুল মতিন, শিক্ষক তুহিন আহমদ প্রমুখ।