সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জের কালিগঞ্জ বাজার থেকে ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো – জকিগঞ্জের তুফানা কলাডাংগীয়া গ্রামের আতাউর রহমানের পুত্র মোঃ আব্দুল আহাদ (৩৫), গোলাপগঞ্জের ফুলবাড়ী গ্রাামের মৃত-তসির আলীর পুত্র মোঃ গিয়াস উদ্দিন (৩৭)।
র্যাব সূত্র জানায় – সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজার এলাকার পাকা রাস্তার উপর থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদেরকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।