সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়জন ছাড়া প্রবাসীদের ঈদ



সৈয়দুর রহমান খান

বিশ্ব মুসলিম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। প্রতিবছর খুশির বার্তা নিয়ে আসে ঈদ। কিন্তু পরিবারকে একটু সুখে রাখতে ও নিজের ভবিষ্যতের জন্য দীর্ঘদিন স্বদেশের বাইরে যাদের থাকতে হয়, ঈদ আসলে তাদের কষ্ট যেন আরো বেড়ে যায় । তবু ও ঈদের প্রস্তুতির তাদের কমতি থাকে না!

রোজার ঈদ শেষ হতেই প্রবাসীরা প্রস্তুতি নেন কোরবানির ঈদের। মালয়েশিয়াতে দেখেছি কোরবানির ঈদের আগেই প্রবাসীরা খোঁজেন বাড়তি কাজ। কোরবানির ঈদে যে বাড়তি খরচ। সেই বাড়তি খরচের জোগান মেটাতে ও প্রিয়জনদের মুখে হাসি ফুটাতে নিজেকে সব উৎসবের বাহিরে রেখে তাদের চলে নিরন্তর পরিশ্রম। যার জন্য ঈদের দিনের ছুটিটি ও তাঁরা উৎসর্গ করেন প্রিয়জনদের জন্য। ঈদের দিনেও নিজেদের কর্ম ব্যস্ত রাখেন। আর মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানদের মুখের হাসিতেই তাঁরা খোঁজেন নিজেদের ঈদের আনন্দ।

মালয়েশিয়া বিশ্বের অন্যতম একটি মুসলিম দেশ। তবুও বিভিন্ন কারণে এখানে প্রবাসীদের ঈদ উৎসবের আনন্দ প্রকাশ প্রায় শূন্যের কোঠায়। তাছাড়া স্থায়ী বাসিন্দাদের কাছে প্রবাসীদের তেমন কোন মূল্য নেই। তারা নিজেদের আলাদা ও শ্রেষ্ঠ ভাবতে পছন্দ করে। তাদের সাথে প্রবাসীদের সামাজিক সম্পর্ক ঈদের দিনগুলোতেও বেশি দেখা যায় না।

সাধারণত এখানে কোরবানি ঈদের কোন পশুর হাট দেখা যায় না। আমাদের দেশের মত এখানে কোরবানি দিতে দেখিনি। মালয়েশিয়ানরা পঞ্চায়েতের মাধ্যমে সরকারিভাবে প্রত্যেক মহল্লায় কোরবানি দিয়ে থাকে। প্রবাসীরা অনেকটা একঘরে হয়ে থাকতে হয়। প্রবাসের ঈদ তাই প্রায় বাঙালী প্রবাসীর কাটে আনন্দহীন ।

ঈদের নামাজের পর প্রবাসীরা নিজেদের মধ্যে সামান্য মিষ্টি বা ঝাল কিছু তৈরী করেন, কেউ বা ঈদের সেমাইটা বাংলাদেশী রেষ্টুরেন্টে গিয়ে কিনে খান, তারপর দেশে ফোন করে কথা বলেন প্রিয়জনের সাথে। কেউ বা নিভৃতে বসে নিঃশব্দে চোখের জল ফেলেন, কেউ হয়তো কেঁদে উঠেন, কি ভীষন কষ্টের ঈদের দিনটি কাটে তাদের। প্রবাসে কাটানো ঈদ মূহুর্ত গুলো ছাপিয়ে তখন দেশে কাটানো ঈদের মূহুর্ত গুলো এক একটা স্বর্ণালী মূহুর্ত হয়ে চোখের সামনে ভাসে তাদের।

তবুও সব কিছুকে পিছনে ফেলে প্রিয়জনের মুখে একটু সুখের হাসি ফুটাতে পারলেই খুশি প্রবাসীরা। প্রিয়জনের আন্দই তাদের আনন্দ, প্রিয়জনের দুঃখ তাদের দুঃখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!