শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ৭ জানুয়ারি



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

ইসির তথ্যমতে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার সংখ্যা হচ্ছে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬শ৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫শ৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২শ২ জন। এবং হিজড়া ভোটারের সংখ্যা হলো ৮শ ৫২জন।

এদিকে বিএনপি বর্তমান সরকারের অধীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। এবং তাদের সমমনা দলগুলো নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে হরতাল, অবরোধ কর্মসূচি পালন চালিয়ে যাচ্ছে।

সিইসির তফসিল ঘোষণার পরপরই বিএনপি ও তাদের শরিকদলগুলো তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করলেও আওয়ামী সিইসির তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!