মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন (এমইউ মুনা) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্যবিশিষ্ট এই কমিটি চলতি বছর দায়িত্ব পালন করবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।
জনসংযোগ শাখা জানায়, একটি সভার মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক চৌধুরী মুজাদ্দিদ আহমদ কমিটি ঘোষণা করেন। কমিটিতে চয়ন দাস সভাপতি ও মেহেনাজ রহমান ফাইজা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সভায় বিদায়ী কমিটির সভাপতি শাহবাজ নাসির ও সাধারণ সম্পাদক মুমিনুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।
এদিকে, এমইউ মুনার নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। নতুন কমিটির নেতৃত্বে এমইউ মুনার কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।