বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

মার্শাল আর্টে দুই বাঙালি যুবকের কৃতিত্ব



কৃতিত্ব অর্জনকারী দুই ভাই আবদুর রহমান মিয়া ও ইব্রাহিম মিয়া

মাতাপিতার অনুপ্রেরণা ও সার্বিক তত্ত্বাবধানে নিউহামের বাসিন্দা দুই বাঙালি যুবক মার্শাল আর্ট ও ব্রাজিলিয়ান জ্যুতজুতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং বিশ্ব চ্যাম্পিয়ন অর্জন করেছেন। আগামীতে তারা অলিম্পিকের মার্শাল আর্ট রেসলিং এ অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। বৃটিশ ইউরোপীয়ান ও অনুর্ধ্ব ১৮ বয়সের বিশ্ব প্রিতিযোগিতায় অংশ নিয়ে সহোদর এই দুই ভাই ১৫টি গোল্ড মেডেল অর্জন করেছেন। এ দুই ভাই হচ্ছেন পূর্ব লণ্ডনের নিউহাম বারায় বসবাসকারী আবদুর রহমান মিয়া (১৭) ও ইব্রাহিম মিয়া (১৪)। মেধাবী ছাত্র আবদুর রহমান নিউহামের ল্যাংডন একাডেমীতে এ লেভেলে ও ইব্রাহিম ইয়ার-১০ এ পড়েন। তাদের প্রেরণাদাতা পিতা হচ্ছেন শ্যামল মিয়া ও মা হচ্ছেন মিসেস রুমি বেগম। তাদের বাংলাদেশের বাড়ি হচ্ছে জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামে।
আবদুর রহমান মিয়া ৯ বছর বয়স থেকেই মার্শাল আর্ট রেসলিং প্রাকটিস শুরু করে। রেসলিং ও অনুর্ধ্ব ১৮ বছর বয়সে ৬৫ কেজি ব্রাজিলিয়ান জ্যুতসুতে বৃটেন ও ইউরোপের পর জুনিয়ার ওয়ার্ল্ড 
চ্যাম্পিয়নশিপ অর্জন করে। ৪ বছর বয়স থেকে প্রাকটিস শুরু করে ছোট ভাই ইব্রাহিম মিয়া। সে ৬০ কেজিতে বৃটিশ, ইউরোপীয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ান অর্জন করে। তারা এ সাফল্য অর্জনে দুই ঘণ্টা করে চারদিন ক্লাবে গিয়ে প্রাকটিস করে।

তাদের পিতা কংফুতে পারদর্শী। তিনি তাদের সব সময় ক্লাব ও প্রতিযোগিতায় নিয়ে যান। মা স্বাস্থ্য সম্মত খাবার তৈরী ও সন্তানদের সার্বিক তত্ত্বাবধান ও পরিচর্চা করেন।
আবদুর রহমান ও ইব্রাহিম তাদের ভবিষ্যৎ সাফল্যে সবার দোয়া প্রার্থী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!