বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব ও দুই নতুন মুখ শান্ত-আরিফুলকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা



অনিশ্চয়তা কেটে গেছে। সাকিব আছেন এশিয়া কাপের বাংলাদেশ দলে। সাকিব আল হাসানের অস্ত্রোপচার এশিয়া কাপের আগে হচ্ছে না। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেই সাকিব জানিয়েছিলেন, এশিয়া কাপের আগে বাঁ হাতের আঙুলে অস্ত্রোপচারটা সেরে ফেলতে চান। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান চান, সাকিব এশিয়া কাপটা খেলুন। সাকিবের অস্ত্রোপচার হোক অক্টোবর-নভেম্বরের জিম্বাবুয়ে সিরিজের সময়। শেষ পর্যন্ত সেটিই হচ্ছে। যেহেতু বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে নির্বাচকেরা চূড়ান্ত দল দিয়েছেন। সাকিবের থাকাটা দলকে নিশ্চয়ই আত্মবিশ্বাসী করবে।

সাকিব আল হাসান। ছবি : ইন্টারনেট

এদিকে দল থেকে বাদ পড়েছেন সাব্বির-এনামুল। জায়গা পেয়েছে দুই নতুন মুখ। এরা হলেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং লেট মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল হক। নাজমুল হোসেন শান্ত এর আগে স্কোয়াডে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি তার। আরিফুল হক ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন প্রথমবার।

২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত’র। এখন পর্যন্ত সেটিই তার প্রথম ও শেষ টেস্ট। কিছুদিন আগে বাংলাদেশের উইন্ডিজ সফরেও ওয়ানডে স্কোয়াডে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে মাঠে নামা হয়নি কোনো ম্যাচে। এখন পর্যন্ত শান্ত খেলেছেন ৭১ টি লিস্ট এ ম্যাচ। ৩৮.৩৭ গড়ে শান্ত করেছেন ২২৬৪ রান। ছয়টি শতক ও সাতটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হতে পারেন লিটন কুমার দাস অথবা মোহাম্মদ মিঠুন। তিন নম্বরে বর্তমানে নিয়মিত সাকিব আল হাসান। তবে আঙুলের চোটের কারণে সুপার ফোরের ম্যাচের আগে একাদশের বাইরে থাকতে পারেন সাকিব। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে এ তরুণ ব্যাটসম্যানের।

নাজমুল হোসেন শান্ত (বামে) ও আরিফুল হক। ছবি : ইন্টারনেট

২৫ বছর বয়সী আরিফুল হকের ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডেতে এখনো পা দেননি তিনি। ৬ টি-টোয়েন্টিতে রান করেছেন ৪২। এর মধ্যে অপরাজিত ছিলেন চার ইনিংসে। লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত খেলেছেন ৮৪ ম্যাচ। ২৫.৮৪ গড়ে করেছেন ১৬৫৪ রান। দুইটি শতক ও পাঁচটি অর্ধশতক রয়েছে আরিফুলের।

এশিয়া কাপে ওয়ানডে অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আরিফুলের। এতদিন সাতে ব্যাট করতে নামা সাব্বির রহমান দীর্ঘদিন ধরে বিবর্ণ। ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না তিনি। অন্যদিকে বিপিএলে হার্ডহিটিং ব্যাটিং করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন আরিফুল হক। সাত নম্বরে নেমে দ্রুত গতিতে রান তোলার দায়িত্বটা পড়তে পারে তার কাঁধে।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সাব্বির-এনামুল। ছবি : ইন্টারনেট

অন্যদিকে আত্মবিশ্বাস আর ছন্দ হারিয়ে ফেলা সাব্বির আর এনামুলকে বাদ দিতে খুব একটা ভাবতে হয়নি নির্বাচকদের। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ওয়ানডেতে সাব্বিরের রান ২৭। এমনিতে মাঠে পারফরম্যান্স, কদিন পরপর তাঁকে ঘিরে নানা বিতর্ক, সাব্বিরের বাদ পড়াটা অনিবার্য হয়ে পড়েছিল। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুরোধে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এনামুল ফিরলেও আস্থার প্রতিদান দিতে পারেননি। ৩ ম্যাচে ৩৩ রান করা এই তরুণ ওপেনারকে তাই এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দ্বিতীয় সুযোগ দিতে রাজি নন নির্বাচকেরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!