সিলেট জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উভয় সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হাজী তোফায়েল আহমদের বাড়িতে অনুষ্টিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয় পার্টি নেতা মুরশেদ খানের সঞ্চালনায় ও জাতীয় পার্টি নেতা মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হাজী তোফায়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব সংহিত নেতা আয়ুবুর রহমান, জাতীয় পার্টি নেতা খলকু মিয়া, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রহিম, জাতীয় পার্টি নেতা আলাউদ্দিন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন নাট্যকার সাহেদ মোশাররফ, রাসেল আহমদ এবং জাতীয় পার্টি এবং বিভিন্ন স্তরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাজী তোফায়েল আহমদ তাঁর বক্তব্যে বলেন আমি ইংল্যান্ডে থাকি, শুধু মাত্র আপনাদের সেবা করার জন্য আমি দেশে এসেছি। আমি সেবার মাধ্যমে আপনাদের পাশে থাকতে চাই।