ওসমানীনগর উপজেলার পাঁচপাড়া মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী মোছাঃ রিমা বেগম অনেক দিন ধরে মরনব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত। সে স্থানীয় উসমানপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের দিন মজুর দুধু মিয়ার মেয়ে। রিমা বেগম দীর্ঘ এক মাস সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা ব্যয়ভার বহন করতে না পেরে তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। চিকিৎসকরা জানিয়েছেন ক্যান্সার আক্রান্ত পা‘য়ের অংশটি কেটে ফেললে সে ভালো হয়ে যাবে। এই চিকিৎসা ব্যয়বহুল। তাকে ভালো করে তুলতে হলে প্রায় ৪০হাজার টাকার প্রয়োজন। দিন মজুর পিতার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব নয়। তাই সুহৃদ ও বিত্তশালীদের সহযোগিতা পেলে রিমা বেগম সুস্থ হয়ে উঠবে। তাকে সাহায্য করার ঠিকানা- আমিনা বেগম (রিমার দাদী),
একাউন্ট-১৪২২১০৯০০১৮৪২৮, প্রাইম ব্যাংক লিমিটেড, তাজপুর শাখা। রুবেল আহমদ
(রিমার চাচা) মোবাইল-০১৭৮৯৫০৭৪০২।