ওসমানীনগর উপজেলার পাঁচপাড়া মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও স্থানীয় উসমানপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের দিন মজুর দুদুু মিয়ার মেয়ে রিমা বেগমের ক্যান্সারাক্রান্ত একটি খবর – “ক্যান্সার আক্রান্ত মাদ্রাসার ছাত্রী রিমা বাঁচতে চায়” শিরোনামে বালাগঞ্জ প্রতিদিন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে গত ৩ সেপ্টেম্বর প্রকাশের পর রিমার চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন, বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর (শংকরপুর) গ্রামের সমাজসেবী, প্রয়াত হাজী মোঃ ছোয়াব আলীর মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আকলিমা বিবি।
তিনি বালাগঞ্জ প্রতিদিনের প্রকাশিত সংবাদটি তাঁর ফেসবুক পেজে তুলে ধরে রিমার চিকিৎসা সহায়তার ঘোষণা দেন। পরে তিনি মোবাইলে আলাপকালে জানান, ক্যান্সার রোগে আক্রান্ত অসহায় মাতৃহারা রিমার চিকিৎসা বিল বাবত তিনি ৪০হাজার টাকা মেডিকেল বিল প্রদান করবেন।
এদিকে এই মহতী খবরটি রিমা বেগমের পরিবারকে জানালে, রিমা বেগমের দাদী আমিনা বেগম চিকিৎসা সহযোগিতার সু-সংবাদ শুনে আল্লাহর শুকরিয়া জানান এবং চিকিৎসা সহযোগিতাকারী সুহৃদ ব্যারিস্টার আকলিমা বিবির প্রতি কৃতজ্ঞতা জানান।