রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব খাদ্য দিবস দিবস ২০১৮ : বালাগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত



বালাগঞ্জে বিশ্ব খাদ্য দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব’। এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর ( মঙ্গলবার) সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হক। মো: আবুল কাশেমের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আসগর। বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো: আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইউনুস আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: কায়সার ইকবাল।

এর আগে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একটি র‌্যালী বের করা হয়। যাতে বিভিন্ন জনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!