বালাগঞ্জে অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারছেন না উপজেলার গহরপুর বড়জমাত গ্রামের মরহুম আব্দুস ছুবহানের পুত্র দিনমজুর হারুন মিয়া (৪০)। কিডনি-লিভার রোগে আক্রান্ত হতদরিদ্র হারুন মিয়া প্রতিদিনই শরীরের নানা যন্ত্রণায় কাতরাচ্ছেন। প্রায় ১মাস যাবত সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত অপারেশন না করলে জীবন বাঁচানো অসম্ভব হবে বলে চিকিৎকরা জানিয়েছেন। অপারেশন বাবদ প্রায় ৩০হাজার টাকার প্রয়োজন সম্বলহীন হারুন মিয়ার।
আগামী বুধবার (৩১ অক্টোবর) চিকিৎসকরা হারুন মিয়ার অপারেশনের তারিখ নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই অরুন মিয়া। সুস্থাবস্থায় স্ত্রী, ৫ মেয়ে ও ২ছেলের অভিভাবক দিনমজুর হারুন মিয়া কোন রকম সংসার চালিয়ে আসছিলেন। বর্তমানে দীর্ঘদিন যাবৎ অসুস্থতার জন্য আর্থিক সংকটে অনাহার-অর্ধাহারে চলছে তাঁর সংসার।
এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার হাত পেতেছেন তিনি। তাঁর অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, ওষুধ কেনার টাকা নেই। হাসপাতালের বেডে শুয়ে সব সময় ছটফট করে কাতরাচ্ছেন। বাঁচার জন্য দেশ-বিদেশে অবস্থানরত হৃয়বানদের কাছে আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন হারুন মিয়া।
সাহায্যের জন্য নিম্নলিখিত নাম্বার ও ঠিকানায় যোগাযোগের জন্য অনুরুধ করা যাচ্ছে :
হারুন মিয়ার ছোট ভাই মোঃ অরুন মিয়া
গ্রাম বড়জমাত (গাঃপার)
গহরপুর, বালাগঞ্জ, সিলেট
মোবাইল নং-০১৭৪৩-৪৩৭৯৪৯