বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

হযরত মাইয়াম শাহ্ (রহ.)-র বাৎসরিক ওরশ মোবারক শুরু



ফেঞ্চুগঞ্জে হযরত শাহ জালাল (রহ.) আলাইহির অন্যতম সফরসঙ্গী হযরত মাইয়াম শাহ্ (রহ:) আলাইহির বাৎসরিক ওরশ মোবারক গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। দুই দিন ব্যাপি ওরশ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ওরশ কমিটি।

গতকাল শনিবার সকালে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরশের আনুষ্ঠানিকতা। এরপর খতমে কোরঅান, খতমে ছবিনা,বয়ান, দরূদ, জিকির আসগার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন রবিবার খতমে কোরঅান, বয়ান, দরুদ, জিকির আসগারসহ আখেরি মোনাজাত হবে। রোববার দিবাগত ভোররাতে আখেরি মোনাজাতের পর শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরশের আনুষ্ঠানিকতা। ওরশ উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশেকান এসে জড়ো হয়েছেন। ওরশ কমিটি ওরশ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!