সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট আব্দুর রকিব মণ্টু সিলেট-৩ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। গতকাল রোববার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় কার্যালয়ে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করে এডভোকেট আব্দুর রকিব মণ্টু তাঁর দোয়া গ্রহণ করেন।
এদিকে দলীয় মনোয়নপত্র সংগ্রহের পর এক বিবৃতিতে এডভোকেট আব্দুর রকিব মণ্টু সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সর্বস্তরের নাগরিকদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে এর ধারাবাহিকতা রক্ষায় আবারও আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে তিনি সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি আশাবাদী তাঁর যোগ্যতা, অভিজ্ঞতাকে মুল্যায়ন করে ২৩ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রদান করা হবে।