বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অফিসে সর্বমোট মঞ্জুরীকৃত পদ রয়েছে ৫৮টি। উপজেলায় বর্তমানে কর্মরত রয়েছেন ২৩ জন। এর মধ্যে উপজেলা কৃষি অফিসারের ১টি পদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারের ১টি পদ, উপ-সহকারী কৃষি অফিসারের ১৫টি পদ, উচ্চমান সহকারী বনাম হিসাব রক্ষকের ১টি পদ, অফিস সহকারী বনাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১টি পদ, স্প্রেয়ার মেকানিকের ১টি পদ, পিপিএম এর ১টি পদ, অফিস গার্ড এর ১টি পদ, ঝাড়ুদারের ১টি পদে জনবল থাকলেও – অতিরিক্ত কৃষি অফিসারের ১টি পদ, কৃষি সম্প্রসারণ অফিসারের ২টি পদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারের ১টি পদ, উপ-সহকারী কৃষি অফিসারের ২৭টি পদ, অফিস সহকারী বনাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১টি পদ, পিপিএম এর ১টি পদ, এম এল এস এস এর ১টি পদ, অফিস গার্ডের ১টি পদসহ সর্বমোট ৩৫টি পদে নেই কোনো জনবল।
এব্যাপারে বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কায়সার ইকবাল বলেন ৩৫জন লোকবলের সংকটের কারণে আমাকে বেশির ভাগ সময় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়, যা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। আশা করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শূন্য পদ গুলো পূরণের ব্যাপারে আশুব্যবস্থা নেবেন।
বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের ৫৮টি মঞ্জুরি কৃত পদের বিপরীতে ৩৫ টি পদই শূন্য থাকায় ব্যাহত হচ্ছে উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যক্রম। তাই জনবল শূন্য এই পদ গুলোকে জনবল দ্বারা পূর্ণ করলে উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যক্রম সহ কৃষকদের সেবার পরিধি আরো বেড়ে যাবে।