প্রায় দু’দশকের বেশি সময় ইরাকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিতর্কিত ইরাক যুদ্ধের সময় ২০০৩ সালের ১৩ ডিসেম্বর মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন সাদ্দাম হোসেন। বন্দি থাকা অবস্থায় ১৯৮২ সালে প্রায় ১৪৮ জন ইরাকী শিয়া মুসলিমকে হত্যার দায়ে তাঁকে দোষি সাব্যস্ত করে দেশের আদালত। এর সাজা হিসেবে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদন্ড দেওয়া হয়। সাজা কার্যকরের কিছু দৃশ্য সেই সময় ইরাকের একটি টিভিতে সরাসরি প্রচার করা হয়েছিল।