লেবানন থেকে : যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে লেবাননে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। মহান বিজয় দিবসের প্রথম পর্বে প্রথম প্রহরে সকাল ০৯:০৫ মিনিটে জাতীয় সঙ্গীত সুর বাজিয়ে মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ব্যানকন-৯ ( বাংলাদেশ নৌবাহিনী), ইউনিফিল কর্মকর্তা বৃন্দ, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা।
পতাকা উত্তোলনের পর রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে উপস্থিতি প্রবাসী বাংলাদেশী সবাইকে বিকাল ০৫:০০ টায় দ্বিতীয় পর্বে দিবসটির আলোচনা সভায় উপস্থিত হইতে আহবান জানিয়ে দূর দূরান্ত থেকে আসা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর পর সকাল ১০:০০ ঘটিকায় দিবসটি উপলক্ষে দূতাবাসের আয়োজনে ও ব্যানকন-৯(বাংলাদেশ নৌবাহিনী) ইউনিফিল এর সহযোগিতায় প্রবাসী বাংলাদেশীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা শুভ উদ্বোধন করেন। প্রায় ২/৩ শতকের অধিক প্রবাসীর উপস্থিতিতে এ সেবা বেলা ০২:০০ ঘটিকা পর্যন্ত চলবে।