দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থীরা। আর একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। রোববার (৭ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ( নৌকা) প্রতীকের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। তিনি ১ লাখ ১৫ হাজার ৪শ৯২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন ২ হাজার ১শ৮১ ভোট।
সিলেট-২ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ৭৮ হাজার ৩শ৮৮ ভোট পেয়ে ২বারের মতো বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান মুহিব ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৫৬ ভোট।
সিলেট-৩ আসনে বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব ৭৯ হাজার ৬শ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকে ৩৫ হাজার ৮শ৩৬ ভোট পেয়েছেন।
সিলেট-৪ আসনে ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত (নৌকার) প্রার্থী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির আবুল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১১ ভোট।
সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী (ফুলতলী)। তিনি কেটলি প্রতীকে ৪৭ হাজার ১শ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৯শ৭৩ ভোট।
সিলেট-৬ আসনে বিজয়ী হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (নৌকা)। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৭শ৭৮টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন ঈগল (প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ৪শ৮৮টি ভোট।