লেবানন থেকে : আসন্ন একাদশ জাতীয় নির্বাচন ৩০ ডিসেম্বর। দেশের ন্যায় লেবানন বিএনপিতে চলছে উৎসব মুখরিত পরিবেশে প্রত্যেক প্রবাসীর পাশে যেয়ে প্রচার-প্রচারণা। প্রার্থী যে হউক দলীয় মনোনয়ন পাওয়া ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানাচ্ছে লেবানন বিএনপি।
আর লেবানন ২০১৭/১৮ কমিটির মেয়াদকাল শেষ হওয়ায় গঠিত হয়েছে আহবায়ক কমিটি। সেই আহবায়ক কমিটি ৯০ দিনের মধ্যে ২০১৯/২০ সালের লেবানন বিএনপির কমিটি গঠন করবে।
প্রধান আহবায়ক আবদুল হালিম ইতোপূর্বে ঘোষণা দিয়েছেন ২২ ডিসেম্বর রোজ শনিবার মনোনয়ন ফরম বিক্রি এবং ২০ জানুয়ারি ২০১৯ইং নির্বাচন হবে লেবানন বিএনপির। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিক্রি।
লেবানন বিএনপি’র দায়িত্ব কার হাতে যাচ্ছে বা কে নিচ্ছে মনোনয়ন তা নিয়ে চারপাশে চলছে গুঞ্জন! মনোনয়ন প্রত্যাশি হিসাবে মাঠে সরব দেখা যাচ্ছে তাঁরা হলেন –
সভাপতি পদে, মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার (সাবেক সিনিয়র সহ সভাপতি) ও মফিজুল ইসলাম বাবু (সাবেক সভাপতি)।
সেক্রেটারী জেনারেল পদে, আমিনুল ইসলাম আইমান (সাবেক সহ সভাপতি) ও মজিবর হক মজিব (সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক)।
সাংগঠনিক সম্পাদক পদে, আনিসুর রহমান আনিস ( সাবেক সহ সাংগঠনিক সম্পাদক) ও আবদুর রহিম মতিন ( সাবেক দপ্তর সম্পাদক)।
প্রধান আহ্বায়ক বলেন, লেবানন বিএনপি পরিচালনায় একটি সুন্দর কমিটি গঠনে নির্বাচনের আয়োজন করা হয়েছে। আমরা সবাই এ দলের সমর্থক। নির্বাচন করা এর অর্থ নয় যে আমাদের মাঝে কোন হিংসা বা বিভেদ। দলের নেতাকর্মী বা সমর্থক যাকে ভাল মনে করেন তাকে আগামীর কমিটির দায়িত্ব ভোটের মাধ্যমে প্রদান করবেন। প্রবাসের পরিবেশ সুন্দর রেখে এই নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।