আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, নৌকায় ভোট দিলে কোন এলাকা উন্নয়ন বিহীন থাকবে না। বিগত ১০ বছর আওয়ামীলীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সিলেট-৩ নির্বাচনী এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিগত দিনে ১৮টি ইউনিয়ন নিয়ে এ আসনটি ছিল। বর্তমানে বালাগঞ্জের সবকয়টি ইউনিয়ন নিয়ে সিলেট-৩ নির্বাচনী আসন গঠন করা হয়েছে। ফলে এ আসনে বর্তমানে ২১টি ইউনিয়ন। যোগ হওয়া ইউনিয়নগুলোর উন্নয়ন সমান্তরাল ভাবে এগিয়ে যাবে।আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের অংশীদার হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান তিনি।
২১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুশিয়ারাবাজারে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পূর্ব পৈলনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রনজিত বৈদ্য অমিত এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্বগৌরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, আওয়ামীলীগ নেতা প্রবাসী মশিউর রহমান, হবিগঞ্জ জেলা মহিলা লীগ নেত্রী নিলুফা বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি কারী মনজুর মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগ নেতা জুনেদ আহমদ, তুহিন মনছুর, জেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুল আলম, শাহ আলম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকের আহমদ, ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম সজিব প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ও বালাগঞ্জ ইউনিয়নে গণসংযোগ করেন ও পৃথক পৃথক মতবিনময় সভায় বক্তব্য রাখেন।