রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ‘শান্তিতে বিজয়’ সংগঠনের উদ্যোগে ও ‘আইডিয়া’র ব্যবস্থাপনায় সংবাদ সম্মেলন



বালাগঞ্জে ‘শান্তিতে বিজয়’ সংগঠনের উদ্যোগে ও ‘আইডিয়া’র ব্যবস্থাপনায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় স্থানীয় বালাগঞ্জ সদরস্থ কানন ভিলায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমের স্বপক্ষে ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিষয় তুলে ধরেন ‘আইডিয়া’ সিলেটের সহকারী পরিচালক নাজিম আহমদ।

উপস্থিত ছিলেন, সংগঠনের প্রকল্প সমন্বয়ক জুবায়ের আহমদ, সিলেট জেলা সমন্বয়ক রোজিনা বেগম চৌধুরী, বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক কংস্ন কান্তি দাস, শিক্ষক আলী আমজদ, সমাজ সেবক আলী নেওয়াজ ও সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে বালাগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য ১৩ টি উন্নয়নমূলক দাবী তুলে ধরায় হয়। যা বিগত দিনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলোচনা করে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সকলের সহযোগিতা ও ভোটারদের নিরাপত্তার দাবী। 

এ সময় সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, শুভ প্রতিদিন বালাগঞ্জ প্রতিনিধি রজত চন্দ্র দাস ভূলন, ইনকিলাবের প্রতিনিধি আবুল কালাম আজাদ, সিলেটের ডাক প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, দৈনিক সবুজ সিলেট ও বালাগঞ্জ প্রতিনিধি এস এম হেলাল, দৈনিক ডেসটিনির জেলা সমন্বয়ক আব্দুস শহীদ, সাংবাদিক ইমন শাহ, আমাদের সময় প্রতিনিধি কাজল মিয়া, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি মুমিন মিয়া, সাংবাদিক ফয়ছল আহমদ, ডা. তখলিছ আলী, লিটন দাস লিংকন, জামাল উদ্দিন, নুরুল ইসলাম ও ফয়ছল ইসলাম ফাহিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!