রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের সর্বস্তরের নাগরিকদের সাথে ভাইস চেয়ারম্যান সামস্ এর কুশল বিনিময়



বালাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামস্ উপজেলার সর্বস্তরের নাগরিকদের সাথে কুশল বিনিময় চালিয়ে যাচ্ছেন।গত সোমবার (১৮ মার্চ) নির্বাচনে বিজয় লাভের পর তিনি ইতোমধ্যে উপজেলার ৩টি ইউনিয়নের হাট-বাজার এবং বিভিন্ন গ্রামে স্থানীয় নাগরিকদের সাথে কুশল বিনিময় করেছেন।তিনি জানিয়েছেন, পর্র্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের সাথে সাক্ষাৎ এবং কুশল বিনিময় করবেন।

এদিকে আজ শুক্রবার (২২ মার্চ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজার, মোরারবাজার প্রভৃতি হাট-বাজার, বিভিন্ন গ্রামে তার নির্বাচনী কর্মী, সমর্থক ও ভোটারসহ সর্বস্তরের মানুষের সাথে নির্বাচন পরবর্তী সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেছেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ তার কর্মী, সমর্থকরা সাথে ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!