বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার গিয়াস উদ্দিন মোল্লা জানান, গতকাল (শনিবার) কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত শুক্রবার যা ছিল ৭১ সেন্টিমিটারে।
অন্যদিকে টানা পানি বৃদ্ধির কারণে ফেঞ্চুগঞ্জের কর্মদা, পিটাইটিকর, ছত্তিশ, বাগমারা এলাকার বেশ কিছু পরিবার আংশিক বন্যা আক্রান্ত হয়ে পড়েছে। ফেঞ্চুগঞ্জ ৫নং ইউনিয়নের ভেলকোনা পুর্বপাড়া, সাইলকান্দি, সুরুকান্দি গ্রামের সড়ক ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
তবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণে তৎপর ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন জানান, সরকারি ত্রাণ নিয়ে তিনি বর্তমানে ১ নং সদর ইউনিয়নের পিটাইটিক, ছত্রিশ, বাগমারা এলাকায় যাচ্ছেন। তার পর ৫নং ইউনিয়নের বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আর জানান, এ পর্যন্ত একশত এর উপর পরিবারের বন্যা আক্রান্তের খবর খরব পাওয়া গেছে। তবে ফ্লাড শেল্টার উঠার মতো অবস্থা এখন ও হয়নি। তার জন্য ১৩ টি ক্যাম্প খোলা রয়েছে বলে তিনি জানান।