সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে তাকে নগরীর জিন্দাবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, নগরীর পাঁচভাই রেস্টুরেন্ট থেকে ফেরার পথে সাদা পোশাকের একদল পুলিশ তাকে আটক করে। এসময় জামালের সাথে আরো দুজন বিএনপি কর্মীও ছিলো।
তবে আটকের কথা জানেন না বলে জানিয়েছেন সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম। তিনি বলেন, পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। যদি কেউ আটক করেও থাকে এখনও থানায় আনেনি।