শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নৌকা প্রতীক বিজয় লাভ করায় লেবাননে বিজয় উৎসব উদযাপন



একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও নৌকা প্রতীক বিজয় লাভ করায় বিজয় উৎসব উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি লেবানন শাখা। গত মঙ্গলবার লেবাননে শৈফাতে বিকেলে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান আহ্বায়ক গাউস সিকদার। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি আবুল বাশার প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহব্বায়ক মুক্তিযোদ্ধা দুলা মিয়া, আহব্বায়ক সদস্য ইসমাইল চৌধুরী আকরাম, ইস্কান্দর আলী মোল্লা, আশফাক তালুকদার, শেখ ফরিদ, আতিকুর রহমান, বাবুল মিয়া, জসিম উদ্দিন, মিজান মোল্লা, আনোয়ার হোসেন চৌকদার, সুজাত মিয়া, নিলু মোল্লা, ইকবাল হোসেন, মিলন সরকার, ইয়াসমিন সুলতানা, নুরুল ইসলাম ও আওয়ামী শ্রমিক লীগের সভাপতি রানা ভূঁইয়া।

বিজয় উৎসবে বক্তারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন সংবিধান মোতাবেক রাজনৈতিক সরকারের অধীনেই বাংলাদেশে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মূলত বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তির বিজয়, এই বিজয় দেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিজয়, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার বিজয়। বাংলাদেশের জনগণ, বিশেষ করে নতুন প্রজন্ম আজ বুঝে শুনেই তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষে রায় দিয়েছেন। জনগণের বিশ্বাস একমাত্র জননেত্রী শেখ হাসিনাই পারেন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল সোনার বাংলায় পরিণত করতে।’

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!