শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আব্দুর রশীদ লুলু

ইতিহাসে স্মরণীয় দিন ও ঘটনা – ৭



 ১১ সেপ্টেম্বর ১৯৭০ – ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

 ১৫ সেপ্টেম্বর ১৯১৭ – বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।

 ১৫ সেপ্টেম্বর ১৯৯১Ñ বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণরায় প্রদান করা হয়।

 ১৫ সেপ্টেম্বর ১৯১৭- আলেকজান্দার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।

 ২৯ আগস্ট ১৯৫৩ – সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।

 ২৯ আগস্ট ১৮৩১ – মাইকেল ফেরাডে বিদ্যুৎ প্রবাহ আবিস্কার করেন।

 ১৬ সেপ্টেম্বর ১৯৭৫ – পাপুয়ানিউগিনি স্বাধীনতা অর্জন করে।

 ১৯ সেপ্টেম্বর ১৯৯১ – বাংলাদেশে ষোল বছরের রাষ্ট্রপতি শাসন পদ্ধতি সরকারের অবসান ঘটে।

 ১৭ সেপ্টেম্বর ১৯০৩ – রাইট ভ্রাতৃদ্বয় সর্বপ্রথম উড়োজাহাজ সফল উড্ডয়ন করেন।

 ২৯ আগস্ট ১৭৫৭ – কোলকাতার টাকশালে প্রথম আলিনগর নামাঙ্কিত সিক্কা টাকা তৈরি হয়।

 ১৩ সেপ্টেম্বর ১৯৫৯ – চাঁদের উদ্দেশ্যে রাশিয়ার ‘লুনিক-২’ রকেট উৎক্ষেপণ করা হয়।

 ১৩ সেপ্টেম্বর ১৯৯৫ – শ্রীলঙ্কায় এক বিমান দূর্ঘটনায় ৭৫ জন লোক নিহত হন।

 ১৪ সেপ্টেম্বর ১৯৬০ – বাগদাদে ‘ওপেক’ (তেল রপ্তানীকারক সংস্থা) প্রতিষ্ঠিত হয়।

 ১৪ সেপ্টেম্বর ১৯৫৯ – ‘লুনিক-২’ (সোভিয়েত মহাশূন্যযান) চাঁদে অবতরণ করে।

 ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ – বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

 ১৭ সেপ্টেম্বর ১৭৮৪ – যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্র স্বাক্ষরিত হয়।

 ১৮ সেপ্টেম্বর ১৮৫১ – ‘নিউইর্য়ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

 ১৬ সেপ্টেম্বর ১৯৭৮ – উত্তর-পূর্ব ইরানে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এতে বহু মানুষের মৃত্যু হয়।

 ১৬ সেপ্টেম্বর ১৯৪১ – রেজা শাহ্ পাহ্লভী ইরানের সিংহাসন পরিত্যাগ করেন।

 ১৪ সেপ্টেম্বর ১৮৬৭ – কার্ল মার্কসের বিখ্যাত বই ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।

 ১৭ সেপ্টেম্বর ১৯৪৯ – ন্যাটোর প্রথম সভা অনুষ্ঠিত হয়।

 ১৭ সেপ্টেম্বর ১৯৮৮ – সিউলে ২৪তম অলিম্পিক শুরু হয়।

 ২২ সেপ্টেম্বর ১৮৬২ – আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ (মুক্তি সনদ) সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।

 ২২ সেপ্টেম্বর ১৯৮০ – ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।

 ২২ সেপ্টেম্বর ১৯৯৭ – বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

 ২৩ সেপ্টেম্বর ১৮৩৩ – আমেরিকার নিউইয়র্কে ‘ডেইলি সান’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

 ২৩ সেপ্টেম্বর ১৮৪৪ – ইয়োহান গেইল নেপচুন গ্রহ আবিস্কার করেন।

 ২১ সেপ্টেম্বর ১৯৬৪ – মাল্টা স্বাধীনতা লাভ করে।

 ২১ সেপ্টেম্বর ১৯৪৯ – চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

 ২২ সেপ্টেম্বর ১৯৯৮ – বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক আনুষ্ঠানিক ভাবে চালু হয়।

 ২২ সেপ্টেম্বর ১৯৭৫ – ব্রিটেনে বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন সম্প্রচার শুর হয়।

 ২২ সেপ্টেম্বর ১৯৬০ – মালি স্বাধীনতা লাভ করে।

 ২৪ সেপ্টেম্বর ১৯৮৯ – দেশে প্রথমবারের মতো ‘মীনা দিবস’ পালিত হয়।

 ২৪ সেপ্টেম্বর ১৯৯০ – সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় দেয়।

লেখক: সম্পাদক – আনোয়ারা (শিকড় সন্ধানী অনিয়মিত প্রকাশনা)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!