বৃটেনে জিসিএসইতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে বাংঙ্গালী বংশদ্ভুত শিক্ষার্থী লিয়ানা ওয়াব আলী। এবারের জিসিএসই পরীক্ষায় সে ১০টি বিষয়ে ডাবল এ স্টার এবং ১টি বিষয়ে এ স্টার পেয়ে উত্তীর্ণ হয়েছে।
মেধাবী শিক্ষার্থী লিয়ানা ওয়াব আলী যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটেস -এর সাবেক কাউন্সিলর সাহেদ আলী ও মিসেস ফাহিমা আহমেদের বড় মেয়ে। লিয়ানার বাংলাদেশের পৈতৃক নিবাস বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামে। বঙ্গবন্ধু ফাউণ্ডেশন যুক্তরাজ্যের লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক, মরহুম এমদাদ উল্লাহ এন্ড আলেছা খাতুন ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা আনহার আলী ইয়াকুব লিয়ানার বাবার চাচাত ভাই।
পরিবারের পক্ষ থেকে ভাতিজির জন্য সবার নিকট দোয়া চেয়ে আনহার আলী ইয়াকুব বলেন, লিয়ানা ওয়াব আলীর এই সাফল্যের আমরা আনন্দিত। তার এই সাফল্যের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। বড় হয়ে মানুষের সেবা করতে পারে এবং ব্রিটিশ বাংলাদেশি হিসাবে উজ্জ্বল ভূমিকা রাখতে পারে এ প্রত্যাশা করি।