শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পল্লী বিদ্যুৎ এর নবগঠিত বালাগঞ্জ সাব-জোনাল অফিসের উদ্বোধন

বর্তমান সরকার বিদ্যুৎ খাতসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে : এমপি সামাদ চৌধুরী



সিলেট-৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন,বর্তমান সরকার কৃষি, শিক্ষা ও বিদ্যুৎ খাতসহ প্রতিটি ক্ষেত্রে যুগোপযোগী উন্নয়ন করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই সরকারের উন্নয়ন কার্যক্রমে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বালাগঞ্জ নবী নগরে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ বালাগঞ্জ সাব-জোনাল অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। তাছাড়া তিনি শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বিদ্যুৎ কর্তপক্ষের উদ্দেশ্যে বলেন, মিটার পিটাররা বাড়ি বাড়ি গিয়ে যেন বিল তৈরী করে এবং গ্রাহকরা কোন রকম হয়রানির স্বীকার যাতে না হন সে দিকে যেন আপনাদের সর্বদা লক্ষ্য থাকে। তিনি গ্রাহকদের সময় মতো বিল পরিশোধ করার ও আহ্বান জানান।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ডের সভাপতি মোঃ মাহমুদ হোসেন মাসুম এর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় অংশনেন – উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ গাজী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এস এম আবুল হাসনাত, ডিজিএম মোঃ ফয়েজ উল্লাহ, বালাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুল বাতেন, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন – পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, সাংবাদিক শাহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, সাবেক সহসভাপতি আব্দুল হামিদ, সাবেক সেক্রেটারি মোঃ তুহিন মনসুর, বালাগঞ্জ বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি রুবেল আহমদসহ প্রশাসনিক কর্মকর্তা ও আওমী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল জলিল, গীতা পাঠ করেন পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!