শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ভোটারদের নামের বাহার

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনী টুকিটাকি-২



গত প্রতিবেদনে নির্বাচনে প্রার্থীদের নাম সম্বলিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে যারা কেবলমাত্র নির্বাচনে অংশ নিয়েছেন বা নিচ্ছেন তাদের ব্যাপারেই আলোকপাত করা হয়েছিল। আজকের প্রতিবেদনে যারা ভোট দিয়ে তাদের নির্বাচিত করবেন সে সমস্ত ভোটারদের নাম সম্বলিত বিষয় উপস্থাপন করা হলো। এ পর্যায়ে নামের সাথে পদবী নিয়েও আলোচনা করা হলো। এতে দেখা যায়, ৩১৮ জন ভোটারের মধ্যে ৩৪ জনেরই নামের সাথে ‘চৌধুরী’, ১০ জনের নামের সাথে ‘খান’ সংযুক্ত ও ৫ জনের নামের সাথে ‘মিয়া’ সংযুক্ত রয়েছে।

লন্ডন বাংলা প্রেসক্লাবের ভোটার লিস্টে যাদের নামের সাথে ‘চৌধুরী’ সংযুক্ত আছে তাদের মধ্যে রয়েছেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১ নং ভোটার মহিব চৌধুরী, আসন্ন প্রেসক্লাব নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ও ৩ নং ভোটার ইমদাদুল হক চৌধুরী, চ্যানেল এস এর চেয়ারম্যান ও ৯ নং ভোটার আহমেদুস সামাদ চৌধুরী, ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ৩৪ নং ভোটার আমিরুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস এর নিউজ প্রেজেন্টার ও ৩৫ নং ভোটার তাওহিদুল আলম চৌধুরী, ৪১ নং ভোটার শেরওয়ান চৌধুরী, ৪৩ নং ভোটার কলিন চৌধুরী, ৪৬ নং ভোটার এস আলম চৌধুরী, ৫১ নং ভোটার আবু সুফিয়ান চৌধুরী, নির্বাচনে এসিস্টেন্ট সেক্রেটারী পদপ্রার্থী ৭০ নং ভোটার মতিউর রহমান চৌধুরী,সাপ্তাহিক জনমতের নিউজ এডিটর ১৪ নং ভোটার সাঈম চৌধুরী, নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ও ১৪৯ নং ভোটার তারেক চৌধুরী, ১৬৬ নং ভোটার শাহান চৌধুরী, ১৮৩ নং ভোটার ফরহাদ চৌধুরী, নির্বাচনে ট্রেজারার পদপ্রার্থী ও ২৪৬ নং ভোটার আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ২৬৯ নং ভোটার এনামূল হক চৌধুরী, ২৭৫ নং ভোটার মুকিদ চৌধুরী, ২৮২ নং ভোটার আবু নাসের চৌধুরী, ২৮৭ নং ভোটার সেবুল চৌধুরী, ১৯৩ নং ভোটার মুস্তাফিজুর রহমান চৌধুরী, ৩২৬ নং ভোটার গোলাম মোস্তফা চৌধুরী (যুবরাজ), ৩৩৪ নং ভোটার মিজানুর রহমান চৌধুরী, ৩৫৮ নং ভোটার আবু সাঈদ চৌধুরী, ৩৬১ নং ভোটার সুমন চৌধুরী, ৩৬২ নং ভোটার গৌসুল আলম চৌধুরী,৩৬৩ নং ভোটার মবিনুল ইসলাম চৌধুরী, ৩৮২ নং ভোটার ফুরকানুর চৌধুরী, ৩৮৭ নং ভোটার ফারজানা চৌধুরী, ৪০৯ নং ভোটার রুমান বক্ত চৌধুরী, ৪১৫ নং ভোটার আমিন বাবর চৌধুরী, ৪২০ নং ভোটার সাইফুর রাজা চৌধুরী, ৩৫৫ নং ভোটার লুৎফুর রহমান চৌধুরী, ৪৫৮ নং ভোটার তাওহিদ চৌধুরী, ৪৬৫ নং ভোটার হাসনাত চৌধুরী প্রমূখ।
যাদের নামের সাথে ‘খান’ সংযুক্ত আছে তারা হচ্ছেন, ১৭৪ নং ভোটার খিজির হায়াত খান, চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ১৩৭ নং ভোটার ফরহান মাসুদ খান, ২৩৯ নং ভোটার হাসান খান, ২৪৪ নং ভোটার আফজাল খান, ২৮৬ নং ভোটার খসরু খান, ৩২৯ নং ভোটার মিরাজ খান, ৪০১ নং ভোটার মাহফুজ খান, ৪৩৩ নং ভোটার আলাউর খান, ৪৪৩ নং ভোটার মোহাম্মদ খান, ৪৬৫ নং ভোটার মিনহাজুল খান প্রমূখ।

যাদের নামের সাথে ‘মিয়া’ সংযুক্ত আছে তারা হচ্ছেন, ৬৮ নং ভোটার মাসুম মিয়া, ২৫৪ নং ভোটার মকিস
মনসুর মিয়া, ৩১৩ নং ভোটার কয়েস মিয়া, ৩৯৬ নং ভোটার শেখ ছুরত মিয়া প্রমূখ।

আজকে এ পর্যন্তই। তবে হতাশ হওয়ার কারণ নাই। পরবর্তীতে যাদের নামের সাথে উদ্দিন, আহমদ, রহমান, ইসলাম, হোসেইন, পাশা, যুক্ত আছে পর্যায়ক্রমে তাদের তালিকা প্রকাশ করা হবে ইনসাল্লাহ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!