সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী আল ইসলাহ নেতা মাওলানা আব্দুল হামিদ আল ফয়সলকে বিদায় সংবর্ধনা প্রদান



আনজুমানে আল ইসলাহ যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ইউকের সহ-সভাপতি, হাইড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হামিদ আল ফয়সলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে আজ মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

মাওলানা আব্দুল হামিদ আল ফয়সলের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের দৌলতপুরস্থ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর ওসমানীনগর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরী। সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ সিলেট জেলা শাখার সদস্য কাজী মাওলানা মনজুর আহমদ মীরপুরী, বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকমল হুসেন, মাদার বাজার এফইউ সিনিয়র আলিম মাদরাসার শিক্ষক হাফিজ আজিজুর রহমান ফয়সল, মাওলানা খিজির আহমদ, মহিউদ্দিন গালিব, মাওলানা খলকুজ্জামান, মাদারবাজার এফইউ সিনিয়র আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র হাফিজ জাহেদ হাসান কবির, সমাজকর্মী আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সংবর্ধিত মাওলানা আব্দুল হামিদ আল ফয়সলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!