বালাগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুস সাকিব এর যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন- নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুস সাকিব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো: রফিকুল আলম, যুগ্ন-আহবায়ক জুনেদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর খালিছদার, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রজত চন্দ্র দাশ ভূলন, সহ-সভাপতি হুসাইন আহমদ, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য তারেক আহমদ, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমীর আলী, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, ছাত্রনেতা মাহবুবুল আলম তুহিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।