আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সিলেট নির্বাচন অফিস থেকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন – বালাগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দাল মিয়া (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা মোহাম্মদ গোলাম রব্বানী ( আনারস) ও জাপা নেতা মোঃ আব্দুর রহিম ( লাঙ্গল)।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী (টিউবওয়েল), শ্রমিক নেতা সুজিত চন্দ গুপ্ত বাচ্চু (বাল্ব), জেলা যুবলীগ নেতা মো. সামস্ উদ্দিন সামস্ (চশমা), যুব নেতা শেখ নুরে আলম (মাইক) ও ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহমদ (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুলছুমা বেগম (পদ্মফুল), সুক্তিরাণী রাণী দাস (কলস) ও সেবু আক্তার মনি (ফুটবল)।
এ উপজেলায় আগামী ১৮মার্চ নির্বাচন অনুষ্টিত হবে।