আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বালাগঞ্জের সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্ণিং অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। বালাগঞ্জ উপজেলা সদরস্থ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত) সাইদুর রহমান, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণকালে উপজেলার ৩৪টি নির্বাচনী ভোটকেন্দ্রের প্রিজাইটিং, সহকারী প্রিজাইটিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণকালে প্রধান অতিথির বক্তৃতাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্ণিং অফিসার সন্দ্বীপ কুমার সিংহ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।