রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নশিওরপুরে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ



বালাগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের নৌকা মার্কার সমর্থনে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামের বাড়ি বাড়ি গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

দেওয়ান বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সাইস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক ইসলাম আলী, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল শাহাদাত রুকন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা শাহিদ আহমদ, ইউনুছ মিয়া, আব্দুল হান্নান প্রমুখ গণসংযোগকালে অংশগ্রহণ করেন। গণসংযোগে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুর রহমান মফুরকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের ভোটার ও গ্রামবাসীর প্রতি আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!